বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কালিনিনগ্রাদে মিসাইল মোতায়েন করেছে রাশিয়া

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ন্যাটো সামরিক জোটের অন্তর্ভুক্ত দেশ লিথুয়ানিয়া ও পোল্যান্ড সীমান্তে কালিনিনগ্রাদে পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইল মোতায়েন করেছে রাশিয়া। কালিনিনগ্রাদ রাশিয়ার একটি ছিটমহল যা পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তীতে অবস্থান করছে। ইসকান্দার নামের এ মিসাইল ব্যবস্থা ৭০০ কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম। এ হিসেবে কালিনিনগ্রাদ থেকে রাশিয়া জার্মানির বার্লিন শহরে মিসাইল নিক্ষেপ করতে পারবে খুব সহজেই। এটি পারমাণবিক বোমা বহনে সক্ষম বলে জানানো হয়েছে। গত শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ মিসাইল মোতায়েন সামরিক প্রশিক্ষণের অংশ। এর আগেও এভাবে মিসাইল মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এ পদক্ষেপ ন্যাটোর প্রতি রাশিয়ার বৈরিতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। রয়টার্স, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন