শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হাবের বার্ষিক সাধারণ সভায় তুমুল হৈচৈ-হাতাহাতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:০২ পিএম

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তুমুল হৈচৈ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার রাজধানীর পুলিশ কনভেনশন হলে এ এজিএম অনুষ্ঠিত হয়। এদিন হাবের ১৬, ১৭ ও ১৮ তম এজিএম একসাথে অনুষ্ঠিত হয়। হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম স্বাগত বক্তব্য দেয়ার সময় হঠাৎ করেই একজন সদস্য কথা বলার জন্য দাঁড়িয়ে যান। এ সময় তাকে পরে কথা বলতে দেয়ার সুযোগ দেয়া হবে বলে সভাপতি জানালেও তিনি উচ্চস্বরে কথা চালিয়ে যেতে থাকেন। এ সময় দর্শক সারিতে থাকা কয়েকজন তাকে বাঁধা দিতে এগিয়ে যান। এ সময় কথা বলতে চাওয়া হাব সদস্যের সমর্থনেও কয়েকজন কথা বলা শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। সভাস্থলে তুমুল হৈচৈয়ের কারণে বেশকিছুক্ষণ সভার কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে সভাপতি আবার তার বক্তব্য শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে তিনটি এজিএম এর রিপোর্ট উপস্থাপনকালে আরো কয়েকদফা হৈচৈ ও সদস্যদের মধ্যে পারষ্পারিক বিতর্ক করতে দেখা যায়। হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সভায় বিশৃংখলা সৃষ্টির ঘটনা সংগঠনের ভাবমর্যাদা ক্ষতিগ্রস্থ করছে উল্লেখ করে বলেন, যারা আল্লাহর মেহমানদের সেবা করেন তাদের এ ধরনের ঘটনায় জড়িয়ে যাওয়া কাঙ্খিত নয়। পরবর্তীতে সভায় বক্তব্য দিতে গিয়ে হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন বলেন, অতীতে হাবের সভায় এভাবে হাতাহাতি-বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। এ ধরনের ঘটনা দু:খজনক। হাবের সাবেক মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, হাবের ইতিহাসে এ রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। পারষ্পারিক ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নেয়া উচিত। সভায় হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট ও হাবের বর্তমান সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী বিতর্কিত হাব পল্লীর জমির টাকা ফেরত দেয়ার জোর দাবি জানান। সভায় হাবের সাবেক সভাপতি আব্দুস সোবহান ভুইয়া হাসানও বক্তব্য রাখেন। হাতাহাতির ঘটনায় হাবের সাবেক ইসি সদস্য নাজিম উদ্দিন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

হাবের মহাসচিব ফারুক আহমদ সরদারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ড. মোহাম্মদ ফারুক, ইব্রাহিম বাহার,হাবের, হাবের সাবেক নেতা সৈয়দ গোলাম সরওয়ার, বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, রুহুল আমিন মিন্টু, গোলাম ফারুক, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবির খান জামান, যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুর রহমান, অর্থ সচিব মুফতি আব্দুল কাদের মোল্লা ও সাবেক জনসংযোগ সচিব মো.রফিকুল ইসলাম বিক্রমপুরী উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন