বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রথম ভারতীয় হিসেবে কোহলির নতুন কীর্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩৬ পিএম

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার বা তার বেশি রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। আজ আইপিলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে হাফসেঞ্চুরি করেন কোহলি।

মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটিতে নামার আগে আন্তর্জাতিক ও আইপিএল মিলিয়ে ১০ হাজার রান পূর্ণ করতে ১৩ রান প্রয়োজন ছিল কোহলির। সেই লক্ষ্যে পৌছাতে বেশিক্ষণ সময় নেননি তিনি।
কোহলি সবমিলিয়ে মোট ৩১২টি ম্যাচ খেলেছেন। তার রান তোলার গড় প্রায় ১৩৪ এর কাছাকাছি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবমিলিয়ে মোট পাঁচজন ক্রিকেটার ১০ হাজার বা তার বেশি রান করেছেন। সবার চেয়ে এগিয়ে আছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। তিনি সব মিলিয়ে ১৪ হাজার ২৬১ রান করেছেন। এ রান করতে গেইল ম্যাচ খেলেছেন ৪৪৬টি ম্যাচ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন