শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হোয়াইট হাউসে ট্রাম্পের ফেরা হবে বিপর্যয়কর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক কর্মকর্তা ব্রায়ান মারফি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি আবার আমেরিকার প্রেসিডেন্ট হন এবং হোয়াইট হাউসে ফিরে আসেন তাহলে তা হবে মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের জন্য খুবই বিপর্যয়কর। রোববার এক সাক্ষাৎকারে ব্রায়ান মারফি এ মন্তব্য করেন। ২০২৪ সালে আমেরিকায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে আবার প্রার্থী হতে চাইছেন। তথ্য বিনিময়ের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বড় হুমকি বলে উল্লেখ করেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক এ কর্মকর্তা। তিনি বলেন, ট্রাম্পের ভূমিকার কারণে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয় এবং দেশে মেরুকরণ সৃষ্টি হয়। ব্র্যান্ড মারফি আরো বলেন, ট্রাম্পের আমলে সবচেয়ে মারাত্মকভাবে দেশে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে চূড়ান্ত অঙ্গীকার ব্যক্ত করেছেন তখন মারফি এসব কথা বললেন। শুক্রবার দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, শুধুমাত্র ডাক্তারের নিষেধাজ্ঞার কারণে তিনি নির্বাচন থেকে বিরত থাকতে পারেন; এছাড়া কোনো কিছু থাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতে পারবে না। ট্রাম্প গত নির্বাচনকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বাজে নির্বাচন বলে মন্তব্য করেন এবং জো বাইডেনের পক্ষে ওয়াশিংটনের কর্মকর্তারা কারচুপি করেছেন বলে ট্রাম্প অভিযোগ করে আসছেন। ফাইনাল নিউজ ২৪।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন