বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

হিজাব পরায় মুসলিম নারীর ওপর এ কেমন আক্রমণ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

হিজাব পরিধান করায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক মুসলিম নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নারী জানান, রাজধানী শহরের একটি বাসে তাকে শ্লীলতাহানি ও আক্রমণ করা হয়। বোলাত নামে তুরস্ক বংশোদ্ভ‚ত এই মুসলিম নারী জানান, বাসে এক নারী তার দিকে তেড়ে এসে বলেন, তোমার অন্ধবিশ্বাস নিয়ে তুরস্কে চলে যাও। সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির কাছে সাক্ষাৎকারে ভুক্তভোগী নারী বলেন, এটা আমার জন্য খুব পীড়াদায়ক ঘটনা। জীবনে প্রথম এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এই ঘটনার কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা আমার জানা নেই। আক্রমণের শিকার নারী আরও জানান, তিনি ওই বর্ণবিদ্বেষমূলক আচরণে প্রথমে কর্ণপাত করেননি। কিন্তু আক্রমণকারী তাকে ছাড়েনি। তিনি (আক্রমণকারী) অপমান ও বিদ্বেষমূলক মন্তব্য করেই যাচ্ছিলেন। একপর্যায়ে আক্রমণকারী তার দিকে থুথুও নিক্ষেপ করেন। এই ঘটনার পর ভুক্তভোগী নারী বাস থেকে নেমে যান। কিন্তু তাতেও ক্ষান্ত হননি আক্রমণকারী। তিনিও বাস থেকে নামেন এবং মুসলিম নারীর হিজাব টেনে ধরেন। শক্ত করে হিজাব টানার ফলে হিজাবে সংযুক্ত সুচের আঘাতে বোলাত আহত হন। শেষমেষ বোলাত ব্যাগ থেকে মোবাইল বের করে আক্রমণকারীর ছবি তোলার চেষ্টা করলে তিনি দ্রুত চলে যান। ভুক্তভোগী নারী এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন। তিনি লেখেন, আমার মনে হয়েছে এই ধরনের ঘটনার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। সবাইকে এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। শুধু হিজাব নয়, গায়ের রঙ অথবা নৃগোষ্ঠীগত কারণেও কারও সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। এ ধরনের আক্রমণের শিকার হলে চুপ করে থাকাও উচিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা শেয়ার করার পর বোলাতের সঙ্গে অনেকে যোগাযোগ করেন। তারা সংহতি প্রকাশ করে তাকে শুভ কামনা জানান। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Kamrul Islam ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৭ এএম says : 0
ইউরোপীয় ডাবল স্টান্ডার্ড। যারা মানবতা শেখায়!
Total Reply(0)
Md Rubel ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৭ এএম says : 0
হে আল্লাহ মুসলিমদের কে যালিমদের হাত থেকে হেফাজত করুন
Total Reply(0)
MaSum BillAh ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৭ এএম says : 0
ইসলাম/ মুসলিমদের উপর নির্যাতন করা মানেই নিজেরদের ধ্বংশ ডেকে আনা।
Total Reply(0)
Abdur Rahman ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৭ এএম says : 0
টিনের চসমা খুলে দেখলে, উগ্রবাদীবাদি সন্ত্রসী অন্য ধর্মে পাবেন, মুসলিমরা অপপ্রচারের শিকার, শান্তিপ্রিয়...
Total Reply(0)
Abu-taher Sarker ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৮ এএম says : 0
এখন কোথায় মুখোশদারি নারীবাদিরা??
Total Reply(0)
habib ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩৭ এএম says : 0
I hate OIC Muslim leaders because they fail to protect Muslim around the world
Total Reply(0)
jack ali ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৮ পিএম says : 0
আমরা মুসলিমরা পশ্চিমের অসভ্য সভ্যতা অনুযায়ী জীবন যাপন করি বলেই আজকে যারা আল্লাহর আইন মেনে চলতে চায় তাদেরকে পৃথিবীর সব দেশেই আক্রমণ করা হয় 57 টি মুসলিম দেশ শুধু তালেবান ছাড়া সরকার তাদের পরে আক্রমণ করে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন