দেশে এখন কথা বলার মতোও পরিস্থিতি নেই। সংবাদপত্রের স্বাধীনতা কেবল কাগজে আছে,
বাস্তবে নেই। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এবং দৈনিক দিনকালের সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী গতকাল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর নেতাদের সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন।
গতকাল সোমবার দুপুরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্বাধীনতার সুফল এবং দেশের সংবাদপত্র ও সাংবাদিকদের অধিকার আদায় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ড. রেজোয়ান সিদ্দিকী বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অন্ধকারে ডুবে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথও জাতি হারিয়ে ফেলেছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব ও দৈনিক নয়াদিগন্তের কক্সবাজার ব্যুরো প্রধান অ্যাডভোকেট জিএএম আশেক উল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহ-সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক আনছার হোসেন, দৈনিক ইনকিলাব-এর বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন