বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারত-পাকিস্তান সফরে আসছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫১ পিএম

আফগানিস্তান সংকট নিয়ে বিরোধপূর্ণ অবস্থানে থাকা পাকিস্তান ও ভারত সফরে আসছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই সফর হবে আগামী মাসে।

এর আগে পাকিস্তান ও ভারত সফর করে গেছেন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস। তারপরই যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় বড় কর্মকর্তা হিসেবে এই সফরে আসছেন শেরম্যান। এই সফরে প্রথমেই তিনি আসবেন ভারতে।

সেখানে দিল্লি ও মুম্বাইয়ে অবস্থান করবেন ৬ ও ৭ অক্টোবর। এরপর তিনি পাকিস্তান সফরে যাবেন। সেখানে ৭ ও ৮ অক্টোবর রাজধানি ইসলামাবাদে সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

ওদিকে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে বলেছেন, পাকিস্তানকে বলির পাঠা বানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন