উল্লাপাড়া উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যাওয়ার ১৭ ঘন্টা পর করতোয়া নদী থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, উল্লাপাড়ার বন্যাকান্দি এন.এম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী শ্রবন প্রতিবন্ধী সীমা খাতুন মায়ের উপর অভিমান করে নিজ বাড়ি বেতকান্দি থেকে নানীর বাড়ি দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ী যাওয়ার পথে উক্ত রেলসেতুর উপর এ দূর্ঘটনার শিকার হয়। শনিবার দুপুরের দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের ঘাটিনা রেলসেতু পার হবার সময় ঢাকা-নীলফামারীগামী আন্তঃনগর ট্রেন নীলসাগরের ধাক্কায় সেতু থেকে করতোয়া নদীতে পড়ে যায়। ঘটনার পর খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ডুবরীদল নদীতে কয়েক ঘন্টা তল্লাশি করেও লাশের কোন সন্ধান করতে পারেনি। রোববার সকাল ৭টার দিকে রেলসেতু থেকে একটু দূরে ঘাটিনা পালপাড়ার নিকট করতোয়া নদীতে সুমীর লাশ ভেসে ওঠে। সে বেতকান্দি গ্রামের সাগর আলীর মেয়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন