শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে ক্লুলেস হত্যা কান্ডের ২৪ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন: মূল আসামী গ্রেফতার

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ২:২৬ পিএম

ঢাকার কেরানীগঞ্জে একটি ক্লুলেস হত্যা কান্ডের ২৪ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও মূল আসামী মোঃ সোহেল ভূইয়া(২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের অফিস রুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর।তিনি তার লিখিত বক্তব্যে আরো জানান,গত ২৬ সেপ্টেম্বর দুপুরে দক্ষিন কেরানীগঞ্জ থানার করের গাঁও এলাকায় একটি ডোবা থেকে সীমা(২৪)কে অজ্ঞাত লাশ হিসাবে উদ্ধার করা হয়। পরে তথৗ প্রযুক্তির মাধ্যমে টাঙ্গাইল জেলার ভ’য়াপুর থানার শিয়ালকোল হাট এলাকা থেকে ঘাতক স্বামী সোহেল ভুঁইয়াকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল তার স্ত্রী হত্যার কথা অকোপটে স্বীকার করে। ঘাতক সোহেল ভূঁইয়া করের গাঁও এলাকায় মানিক সওদাগারের বাড়িতে স্ত্রী সীমা ও তার দুই সন্তান নিয়ে ভাড়া থাকতো। সে পেশায় একজন ট্রাক হেলপার। পারিবারিক কলহের জেড়ধরে ঘাতক সোহেল এই হত্যা কান্ডটি ঘটিয়ে লাশ একটি ডোবায় কচুরী পানার নীচে লুকিয়ে রেখে সে পালিয়ে যায়। এব্যাপারে নিহত সীমার মা লিপি আক্তার বাদী হয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন