উজবেকিস্তানে এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন সাবিনা খাতুনরা। উজবেকিস্তান থেকে তুরস্ক হয়ে মঙ্গলবার ভোরে ঢাকায় পা রাখেন তারা। তুরস্কের ইস্তাম্বুলে অনেকক্ষণ যাত্রা বিরতি ছিল। দীর্ঘ ভ্রমণ হলেও বাংলাদেশ নারী দলের সবাই সুস্থ আছেন। দেশে ফিরে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের চার তলায় ক্যাম্পে উঠেছেন জাতীয় দলের মেয়েরা।
উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাইয়ে ‘জি’ গ্রুপের দুই অংশ নেয় বাংলাদেশ দল। দু’টিতেই একই ব্যবধানে হারেন সাবিনারা। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে ৫-০ ব্যবধানে হারার পর গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে বিধ্বস্ত হয় ইরানের বিপক্ষে। তবে বাছাইয়ে ব্যর্থ হলেও উজবেকিস্তান থেকে ফেরার পথে হংকং জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে লাল-সবুজের মেয়েরা। যে ম্যাচে ৫-০ গোলের জয় পায় বাংলাদেশ। অন্যদিকে উজবেকিস্তান যাওয়ার আগে নেপালের বিপক্ষে কাঠমান্ডুতে দু’টি প্রীতি ম্যাচ খেলেছিল লাল-সবুজের মেয়েরা। যার একটিতে নেপাল জিতলেও অপর ম্যাচটি ড্র হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন