শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অনুষ্ঠান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ-এর উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর রাত ৮.৩০ টায় ধানমন্ডি-৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘প্রধানমন্ত্রীর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক স¤পাদক অসীম কুমার উকিল এমপি। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব ও মহাগনগর কমিটির সাধারণ স¤পাদক মো. শাহীন হোসেন রাসেল, সভাপতি শরিফ হোসেন পরশ এবং অনুষ্ঠানের আহŸায়ক কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক স¤পাদক দুলাল খান। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপিকা শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক মনিরুজ্জামান জুয়েলের পরিচালনায় আলোচনার প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রী মনোরঞ্জন শীল গোপাল এমপি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর-এর কিউরেটর মোঃ নজরুল ইসলাম খান। আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল আলম পাপলু, বঙ্গবন্ধু পরিষদেন যুগ্ম সাধারণ স¤পাদক মতিউর রহমান লাল্টু। আলোচনা শেষে নৃত্য পরিচালক আমিরুল ইসলাম মনির পরিচালনায় নৃত্য পরিবেশন করেন মিতিন খান, মনন ও ইমতিয়াজ। সবশেষে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন