শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিআইবিএফ-এর উদ্যোগে ছয় মাসব্যাপী ‘সার্টিফিকেট কোর্স

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিআইবিএফ)-এর উদ্যোগে ছয় মাসব্যাপী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (সিআইবিএফ)’ এর সফলভাবে সম্পন্নকারী ১ম ও ২য় ব্যাচের ফেলোদের মধ্যে গত সোমবার বিকেল সাড়ে ৫টায় ঢাকার কাকরাইলে বোর্ডের নিজস্ব ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট বিতরণ করা হয়। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সার্টিফিকেট বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড নির্বাহী কমিটি ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ এবং বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বোর্ডের সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ড সচিবালয়ের ইনচার্জ (প্রশাসন) সৈয়দ সাখাওয়াতুল ইসলাম এবং তাকে সহযোগিতা করেন কোর্স কো-অর্ডিনেটর মো. রায়হানুল আমীন। উল্লেখ্য, সিআইবিএফ কোর্স সফলভাবে সম্পন্নকারী মোট ৩৩ জন ফেলোকে এ অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন