শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন সাথী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৮:০৬ পিএম

জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতার (পুরুষ ও নারী) নারী বিভাগে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশ সেনাবাহিনীর রোকেয়া সুলতানা সাথী। বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে নারীদের ৭১ কেজি ওজন শ্রেণীতে সাথী স্ন্যাচে ৭০ ও ক্লিন এন্ড জার্কে ৯০ সহ মোট ১৬০ কেজি ভার তুলে জাতীয় রেকর্ড গড়ে প্রথম হন। এই ইভেন্টে ১৩৫ কেজি (স্ন্যাচে ৫৭ ও ক্লিন এন্ড জার্কে ৭৮ কেজি) তুলে বাংলাদেশ আনসারের লামিয়া আক্তার রৌপ্য ও ১২০ কেজি (স্ন্যাচে ৫৩ ও ক্লিন এন্ড জার্কে ৬৭ কেজি) ভার তুলে বাংলাদেশ জেল দলের চায়না খাতুন ব্রোঞ্জপদক জেতেন।

 

 

এর আগে একই বিভাগের ৬৪ কেজি ওজন শ্রেণীতে ১৭০ কেজি ভার তুলে স্বর্ণ জেতেন টানা দুই এসএ গেমসের স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্ত। তিনি স্ন্যাচে ৭৫ ও ক্লিন এন্ড জার্কে তুলেন ৯৫ কেজি। এই ইভেন্টে সেনাবাহিনীর প্রীতিলা আক্তার মীলা ১৩৮ কেজি ( স্ন্যাচে ৬৩ ও ক্লিন এন্ড জার্কে ৭৫ কেজি) তুলে দ্বিতীয় স্থান পান। আনসারের উন্নতি বিশ্বাস ১৩২ কেজি ভার তুলে (স্ন্যাচে ৬৩ ও ক্লিন এন্ড জার্কে ৬৯ কেজি) ব্রোঞ্জপদক জয় করেন। একই দিন পুরুষদের ৮১ কেজি ওজন শ্রেণীতে আনসারের সুমন চন্দ্র রায় ২৬২ কেজি (স্ন্যাচে ১১৭ ও ক্লিন এন্ড জার্কে ১৪৫ কেজি) তুলে সোনা জিতে নেন। সেনাবাহিনীর মনোরঞ্জন রায় ২৫৮ কেজি তুলে দ্বিতীয় ও বিজিবির দুর্জয় হাজং ২৪৩ কেজি ভার তুলে তৃতীয় হন। এই বিভাগের ৮৯ কেজি ওজন শ্রেণীতে আনসারের সাখায়েত হোসেন প্রান্ত ২৫৫ কেজি তুলে স্বর্ণ, বাংলাদেশ জেলের রাজিবুর রহমান ২১৬ কেজি তুলে রৌপ্য ও ময়মনসিংহের প্রান্ত দে ২১৪ কেজি ভার তুলে ব্রোঞ্জপদক জিতে নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন