ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে মানববন্ধন করছে প্রতিষ্ঠানটির বরিশালের গ্রাহকরা। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরীর টাউন হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তারা ইভ্যালি থেকে পণ্য কিনছেন। কিন্তু অজ্ঞাত কারণে ইভ্যালি কর্তৃপক্ষ পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এতে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হলেও তারা ইভ্যালি কর্তৃপক্ষকে সময় দিতে চান। গ্রাহকরা অতীত অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এর আগে ডেসটিনির কর্তৃপক্ষকে গ্রেফতারের পর গ্রাহকরা তাদের প্রাপ্য অর্থ ফেরত পাননি। তারা মনে করেন, ইভ্যালির সিইও-চেয়ারম্যান মুক্ত থাকলে তাদের অর্থ অথবা পণ্য পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন গ্রাহকরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন