বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অসচ্ছল শিল্পীদের অনুদানের ৫ শতাংশ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হবে

নাট্য কর্মশালায় সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত থেকে অসচ্ছল শিল্পীদের জন্য দেওয়া অনুদানের ৫ শতাংশ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল শুক্রবার রাজধানীর বনানীর সারিনা হোটেলে ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে এবং সুন্দরম প্রতিবন্ধী নাট্যপ্রয়াসের সহযোগিতায় প্রতিবন্ধী নাট্যকর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় অভিনয় দেখে আমি সত্যিই মুগ্ধ ও অভিভূত। প্রতিবন্ধী ব্যক্তিরা যে সত্যিই মেধাবী ও সৃজনশীল এটি তার স্বাক্ষর বহন করে। বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও সঠিক বিকাশে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এক্ষেত্রে বিশ্বে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং রোল মডেলের ভূমিকা পালন করছেন।
তিনি বলেন, ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল চাইলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ প্রোগ্রামে অংশীদার হতে আগ্রহী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকা থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও ব্রিটিশ কাউন্সিল ঢাকার হেড অব আর্টস নাহিন ইদ্রিস। এসময় আরও উপস্থিত ছিলেন কর্মশালার প্রধান ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালনকারী সামিউন জাহান দোলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Md. Ahsan habib rana ১৫ ডিসেম্বর, ২০২১, ৫:১৯ পিএম says : 0
আমি একজন সুদক্ষ শারিরিক ভালো
Total Reply(0)
Md. ahhsan habib rana ১৫ ডিসেম্বর, ২০২১, ৫:২৩ পিএম says : 0
golden cityzen walfere
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন