শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাতিসংঘের ৭ কর্মকর্তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ ইথিওপিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ১২:০৭ পিএম

জাতিসংঘের শীর্ষ ৭ কর্মকর্তাকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ইথিওপিয়া। দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে এই নির্দেশ জারি করা হয়।

এর আগে জাতিসংঘের পক্ষ থেকে অভিযোগ করা হয় যুদ্ধবিধ্বস্ত টিগ্রে অঞ্চলে সরকার ত্রাণ সরবরাহে বাধা সৃষ্টি করছে। ফলে অঞ্চলটি দুর্ভিক্ষের মুখে পড়ছে। এই মন্তব্যের কয়েকদিনের মধ্যে এই জাতিসংঘ কর্মকর্তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। এরমধ্যে রয়েছেন ইউনিসেফ, ইউএনওসিএএইচএ এবং ত্রাণ সমন্বয়কারী সংগঠনের কর্মকর্তারা।
ইথিওপিয়া সরকারের এমন সিদ্ধান্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইথিওপিয়ার এই নির্দেশ বাস্তবায়িত হলে এটিই হবে কোনও দেশ থেকে জাতিসংঘ মানবিক ত্রাণ কর্মকর্তা বহিষ্কারের অন্যতম বড় ঘটনা। সূত্র : রয়টার্স, আল জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন