পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে ঘর নির্মাণ কাজ একদিন পর বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার। জানা যায়, গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি লুৎফুন্নেছা খানমের নেতেৃত্বে ইন্দুরকানী থানা পুলিশের সহায়তায় রেখাখালী সুতারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে বালু ভরাট করে নির্মাণাধীন ঘরের কাজ স্থগিত করেন। এছাড়া উপজেলার বালিপাড়া বাজারে আ.লীগ নেতা মো. কামরুল ইসলাম ও মো. ছরোয়ার খান দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ করায় অবৈধ দোকান ঘর ভেঙে ফেলা হয়। অপরদিকে, ঘোষেরহাট বাজারে সুভাষ মাস্টার খাল দখল করে ভবন নির্মাণ করার সময় কাজ বন্ধ করে স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ভূমি লুৎফুন্নেছা খানম জানায়, রেখাখালী সুতারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে নির্মাণাধীন অবৈধ ঘর নির্মাণের কাজ স্থাগিত করা হয়। এছাড়া উপজেলার বালিপাড়া ও ঘোষেরহা বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা ভেঙে দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন