শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সভাপতি মিরা সম্পাদক পিংকি

বগুড়া মহিলা আ.লীগের কমিটি

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:০৯ এএম

সাত বছর পর অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির সভাপতি হেফাজত আরা মিরা ও সাধারণ সম্পাদক পদে সাবিয়া সাবরিন পিংকি সরকার নির্বাচিত হয়েছেন। গত শনিবার সংগঠনের ত্রি-বার্ষিক সাম্মেলন শেষে সন্ধ্যায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ১৩ জন প্রার্থী ছিলেন। তবে কেন্দ্রীয় নেতৃত্ব উভয় পদে একক প্রার্থী বাছাইয়ের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুরোধ জানান। পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থনের ভিত্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি সাফিয়া খাতুন ফল ঘোষণা করেন। গত শনিবার দুপুরে তিনিই সম্মেলন উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন আ.লীগ বগুড়া জেলা কমিটির সভাপতি মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পদাক রাগেবুল আহসান রিপু। প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালি। একই সংগঠনের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সুরাইয়া নিগার সুলতানা ডরথীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে মহিলা আ.লীগের বগুড়া জেলা এবং উপজেলা পর্যায়ের নেত্রীরা বক্তৃতা করেন।
বক্তারা আ.লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংগঠনিক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, তার সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বেড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন