বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জোড়া রেকর্ডে শুরু জাতীয় সাঁতার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ারটেক লি: এর পৃষ্ঠপোষকতায় গতকাল থেকে শুরু হয়েছে তিনদিন ব্যপী ৩৪তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে গতকাল ১ম দিনে ৩৬ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। যার মধ্যে জাতীয় রেকর্ড হয় ২টি ইভেন্টে। ১৮-২০ বছর বয়সী যুবাদের ১০০ মিটার ব্যাক ষ্ট্রোকে বিকেএসপির মোঃ আমিরুল ইসলাম ০১:০৪.৩০ সেকেন্ড সময় নিয়ে ভেঙ্গে দিয়েছেন ২০০৬ সালে এই বিকেএসপিরই মো: রবিউল ইসলামের করা ০১:০৬.২৮ সেকেন্ডর পুরনো রেকর্ড। আর ১৮-২০ বৎসর নারী ১০০ মিঃ ব্রেষ্ট ষ্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন মুক্তি খাতুন। ০১:২২.২৮ সেকেন্ড সময় নিয়ে ২০১৯ সালে বিকেএসপির খাজিদা আক্তারের ০১:২৩.৭১ সেকেন্ডের পুরনো রেকর্ড ভেগে দিয়েছেন বাংলাদেশ আনসারের এই সাঁতারু। দিন শেষে বিকেএসপি ১৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য, ১৪ টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকা ১ম স্থান এবং ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২ টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকা ২য় স্থানে রয়েছে বাংলাদেশ আনসার।
এবারের আসরে আসরে ১০০ টি ইভেন্ট ও ডাইভিংয়ের ৩টি ইভেন্টে (১ মি: স্প্রিং বোর্ড, ৩ মি: স্প্রিং বোর্ড ও ৫ মি: প্লাটফর্ম ডাইভিং) মোট ১০৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। মিরপুর সুইমিং কমপ্লেক্সে ডাইভিং পুলে স্প্রিং বোর্ড সংযোজন হওয়া ডাইভিং প্রতিযোগিতাও মিপুর সুইমিং পুলে অনুষ্ঠিত হবে। এদিন বিকেলে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক ও ফেডারেশনের সহসভাপতি তরফদার মোঃ রুহুল আমিন। এসময় সাঁতারুদের ফিজিক্যাল ফিটনেসের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সহায়তা সুইমিং কমপ্লেক্সে জিমনেশিয়ান স্থাপন করা হয়। যা নৌবাহিনী প্রধান উদ্বোধন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন