শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকির সঙ্গে ইসমাইল হানিয়ার ফোনালাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:১৮ পিএম

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি রোববার এক বিবৃতিতে এই তথ্য জানায়।
তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি খানের সঙ্গে টেলিফোন কথোপকথনে ইসমাইল হানিয়া দখলদার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় লাভের জন্য তালেবানের প্রশংসা করেন।
হামাস নেতা ইসমাইল হানিয়া প্রত্যাশা করেন, জেরুজালেম স্বাধীন করতে তালেবান ফিলিস্তিনি ভাইদের সমর্থন করবে। এছাড়া বক্তব্যে তালেবান যেন ফিলিস্তিনিদের অধিকারের কথা বলে সেই প্রত্যাশাও রাখেন তিনি।
অন্যদিকে কথোপকথনে পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি খান ফিলিস্তিনি জনগণের সংগ্রাম এবং অবিচল মনোভবের জন্য তালেবান গর্ববোধ করে বলে জানান।
মর্কিন সেনা প্রত্যাহারের মুখে গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেস দখল করে। এর দুই সপ্তাহ পর তারা অন্তর্র্বতী সরকার গঠন করে। সূত্র : আনাদোলু এজেন্সি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন