শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রাত জেগে সিনেমার পোস্টার লাগালেন অলিক

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সিনেমার প্রচারের জন্য পোস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। সাধারণত পোস্টার দেখে দর্শক সিনেমা দেখতে যান। শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় দেয়ালে দেয়ালে এবং বাসের পেছনে পোস্টার লাগানোর জন্য আলাদা লোকজন রয়েছে। তবে এবার এ কাজটি নিজেই করলেন চিত্রপরিচালক এসএ হক অলিক ও চিত্রনায়ক আসিফ নূর। অলিকের নতুন সিনেমা ‘এক পৃথিবী প্রেম’ আগামী ২১ অক্টোবর মুক্তি পাবে। তাই মুক্তির আগেই ব্যাপক প্রচারের উদ্যোগ নিয়েছেন তিনি। নিজেই পোস্টার লাগানোর কাজে লেগে পড়েছেন। সাথে নিয়েছেন সিনেমাটির নায়ক নবাগত আসিফ নূরকে। গত শনিবার প্রায় সারারাত দুজনে ঢাকার বিভিন্ন জায়গায় সিনেমাটির পোস্টার লাগিয়েছেন। অলিক বলেন, সিনেমা মুক্তি আমাদের কাছে একটা উৎসবের মতো। উৎসব এলে আমরা যেভাবে রাত জেগে সেলিব্রেট করি, এটাও আমার কাছে তেমনই মনে হয়েছে। সিনেমার প্রতি ভালোবাসার টানেই এ কাজ করেছি। রাত জেগে পোস্টার লাগানোটা কষ্টের মনে হয়নি। উল্লেখ্য, এক পৃথিবী প্রেম অলিকের চতুর্থ সিনেমা। এতে আসিফ জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা আইরিনের সঙ্গে। সিনেমাটির গল্প গড়ে উঠেছে মানবিক প্রেমের প্রেক্ষাপটে। আনন্দ, বেদনা ও অনুতাপের বিষয়গুলো দর্শককে বেশ নাড়া দেবে। এ সিনেমার সবচেয়ে বড় চমক হচ্ছে অভিনয় জগতের চার দিকপাল এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, সৈয়দ হাসান ইমাম ও আমিরুল হক চৌধুরী। তারা চারজন একসঙ্গে এই প্রথম কোনো সিনেমায় অভিনয় করলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন