বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘লিগ হয়, দাবাড়ু– তৈরী হয়না’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

আগামীকাল থেকে শুরু হচ্ছে মুজিববর্ষ সিজেকেএস প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ। প্রিমিয়ারে ৮টি দলে ৪০জন এবং প্রথম বিভাগে ৩৪টি দলে ১৬৮ জনসহ সর্বমোট ২০৮ জন দাবাড়– অংশ নিচ্ছে। প্রিমিয়ারে ৭ রাউন্ড রবীন লিগে এবং প্রথম বিভাগের খেলা সুইস লিগ পদ্ধতিতে ৭ রাউন্ডে অনুষ্ঠিত হবে। এ লিগের স্পন্সর হচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিজেকেএস দাবা সেক্রেটারী তনিমা পারভীন। এসময় উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দীন শামীম। চট্টগ্রামে লিগ হলেও মানসম্মত দাবাড়– তৈরী না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতি মৌসুমে চট্টগ্রামে কয়েকটি দাবা টুর্ণামেন্ট হয়ে থাকে। অথচ সৃষ্টি হচ্ছে না কোন দাবা খেলোয়াড়। এটি বড় লজ্জার কথা। আমি চট্টগ্রামের সন্তান। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। অথচ এখান থেকে ভালো মানের কোন দাবাড়– সৃষ্টি হচ্ছে না। যারা জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারবে। তাই নাম মাত্র খেলা না চালিয়ে দাবাড়– সৃষ্টিতে মনোনিবেশ করার জন্য সিজেকেএস দাবা সংগঠকদের প্রতি আহবান জানাচ্ছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন