বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শরণখোলায় ইলিশের ট্রলারকে জরিমানা

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ৩:৪২ পিএম

বাগেরহাটের শরণখোলায় একটি ইলিশের ট্রলারে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত।
এফবি আল্লাহর দান নামে ওই ফিশিং ট্রলারে বেশকিছু ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ পাওয়া যায়। সাগর থেকে ফিরতে দেরি হওয়ায় মাছসহ ট্রলাটি উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকায় অবস্থান করছিল।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, সোমবার মধ্যরাতে তার অফিসের ক্ষেত্র সহকারী মনোতোষ আরিন্দা ও শরীফ আহমেদ জোয়াদ্দার বলেশ্বর নদে টহল দিচ্ছিলেন। এসময় গাবতলা ঘাটে ট্রলারটি দেখে তাদের সন্দেহ হয়। এসময় তল্লাশি করে মাছ পাওয়ায় ট্রলার ও মাছ জব্দ করে মৎস্য বিভাগের হেফাজতে নেওয়া হয়। পের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
মৎস্য কর্মকর্তা জানান, ট্রলারটির মালিক দক্ষিণ সাউথখালী গ্রামের আলম হাওলাদার। ওই ট্রলারে এক মণ ছোট-বড় ইলিশ এবং আরো প্রায় এক মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ছিল। পরে মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ট্র্রলার মালিক আলম হাওলাদার জানান, ট্রলারটির ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় তারা সমমতো সাগর থেকে ফিরতে পারেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন