শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রাণী প্রেমের স্বীকৃতি পেলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ৫:১৪ পিএম

দুই বাংলার নন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসানের প্রাণী প্রেমের কথা অনেকেই জানেন। এবার সেই ভালোবাসার প্রতিদান পাচ্ছেন এই অভিনেত্রী। পশুদের নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) প্রথমবারের মতো প্রাণীপ্রেমিদের পুরস্কার প্রদান করতে যাচ্ছে। আর সেই তালিকায় প্রথমদিকে আছেন জয়া আহসান।

গতকাল (৪ অক্টোবর) বিশ্ব পশু দিবসে ‌‘প্রাণবিক বন্ধু’ নামের এই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে পশু উদ্ধারকারী, চিকিৎসক, সংগঠকসহ ১০ জনের নাম উপস্থাপন করা হয়। দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার এক বিবৃতিতে বলে, ‘অনেক মানুষ পশুদের সুন্দর জীবনের জন্য কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। পশু কল্যাণে তাদের অংশগ্রহণ ও অবদানের জন্যই এ পুরস্কার।’

এদিকে পাও এর এমন উদ্যোগে উচ্ছ্বসিত জয়া বলেন, ‘আমি পুরস্কৃত হচ্ছি, আনন্দটি মোটেও সেজন্য নয়। বরং আনন্দ হচ্ছে, অসাধারণ এই উদ্যোগটির জন্য। এটা প্রাণী-প্রেমীদের মনে উৎসাহ যোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমি নিজেও কোনোদিন কিছু পাওয়ার জন্য পশু-পাখিদের জন্য কাজ করিনি। যা করেছি, নিজের আনন্দ আর ভেতরের টান থেকে। ধন্যবাদ জানাই পও সংগঠন সংশ্লিষ্টদের। তাদের এই উদ্যোগ অব্যাহত থাক।’

অনেকের হয়তো অজানা, করোনাকালে যখন ঢাকা ফাঁকা হয়ে যাওয়ার কারণে খাদ্যের অভাবে পড়ে রাস্তার অসহায় কুকুরেরা। সেসময় এই কুকুরদের পাশে দাড়াতে দেখা গেছে জয়া আহসানকে। তিনি প্রতিনিয়তই তার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন পশুদের জন্য। খাবার থেকে শুরু করে অনন্য বিষয়গুলো নিয়ে কাজ করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন