র্যাবের গোয়েন্দা শাখার পরিচালকের নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মশিউর রহমান জুয়েল। এর আগে তিনি র্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল এম এ ইউসুফ। লে. কর্নেল মশিউর রহমান লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
আজ মঙ্গলবার খায়রুলের শেষ কর্মদিবস। তিনি (খায়রুল) আগের কর্মস্থল সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। সেখান থেকে নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবেন বলে জানা গেছে। র্যাব সূত্রে এ সব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ বুধবার আনুষ্ঠানিকভাবে র্যাবের গোয়েন্দা শাখার দায়িত্ব গ্রহণ করবেন লে. কর্নেল মশিউর রহমান জুয়েল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন