শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

শিক্ষাব্যবস্থায় দূর্নীতিরোধে জাতীয়করণের বিকল্প নেই

জাতীয় শিক্ষক ফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ৮:৩২ পিএম

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন,পৃথিবীর বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় আজ মঙ্গলবার বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশে এমন এক মুহূর্তে এ দিনটি উদযাপিত হচ্ছে যখন শিক্ষকরা বৈষম্যের শিকার। কাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলেও শিক্ষকদের জীবনমানের উন্নয়নে কখনই নজর দেয়া হয় না। তিনি বলেন, একই সিলেবাসে শিক্ষার্থীদের পড়ানো হলেও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে ব্যাপক বৈষম্য বিরাজমান। সরকারি শিক্ষকরা শতভাগ সুবিধাভোগ করলেও বেসরকারি শিক্ষকরা তা থেকে বঞ্চিত। এ অবস্থা উত্তরণে সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুস সবুর এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, হুমায়ুন কবির, প্রিন্সিপাল সুলতান মাহমুদ খান, প্রিন্সিপাল মাওলানা মু. অলিউল্যাহ, মাওলানা দিদারুল মাওলা, সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খান, সহকারি সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মু. আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক মু. আল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জয়নুল আবেদীন ফরাজী, অধ্যাপক মু. এনামুল হক, অধ্যাপক রাশেদ আনোয়ার, মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক এম. আজাদুর রহমান, দফতর সম্পাদক আমজাদ হোসেন আযমী, সহকারি কলেজ বিষয়ক সম্পাদক অধ্যাপক কামরুল আহসান, স্কুল বিষয়ক সম্পাদক মু. মহিউদ্দিন মোল্লা ও তথ্য ও গবেষণা সম্পাদক প্রিন্সিপাল মু. ওমর ফারুক।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন