শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

এখন আর পিছিয়ে নেই মাদরাসার শিক্ষার্থীরা

রাউজানে চবির সাবেক উপাচার্য বিতর্ক প্রতিযোগিতায় মেধাবী নেতৃত্ব সৃষ্টি হয়

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর জ্ঞান অর্জন করা দরকার। বিতর্ক প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে এবং মেধাবী নেতৃত্ব সৃষ্টি হয়। তিনি বলেন, মাদরাসার শিক্ষার্থীরা এখন আর পিছিয়ে নেই। তারাও বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এখন মাদরাসা থেকে মেধাবী বের হচ্ছে। তারা বিভিন্ন স্থরে নেতৃত্ব দিচ্ছে। সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় ও রাউজান পৌরসভার সার্বিক সহযোগিতায় রাউজান উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার অংশগ্রহণে ৫ম আন্তঃস্কুল-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘যুক্তিতে মুক্তি আসে, এগিয়ে যাবো এ বিশ্বাসে’ এই সেøাগানে গত সোমবার রাউজান উপজেলা এ. কে. এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে শুরু হওয়া ৫ম আন্তঃস্কুল-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজেরর সভাপতি মো. সাইদুল ইসলাম। উদ্বোধক ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। ৫ম আন্তঃস্কুল-মাদরাসা বিতর্ক প্রতিযোগিতা ২০২১ এর আহবায়ক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সভাপতি মোহাম্মদ আলী, লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মাসুম চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক দিদারুল আলম, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান সাকিব প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন