শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরায় ই-ভ্যালির রাসেল শামীমার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মাগুরায় মামলা হয়েছে। গত মঙ্গলবার মাগুরা সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন শহরের ভায়না এলাকার বাসিন্দা হাবিবুর রহমান। আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আসামিদের প্রতি সমন জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল জানান, হাবিবুর রহমান গত ১৩ ফেব্রুয়ারি একটি মোটরসাইকেল কেনার জন্য নগদের মাধ্যমে ইভ্যালি কোম্পানিতে টাকা জমা দেন। ইভ্যালি কোম্পানির নিয়মনুযায়ী টাকা জমা দেয়ার ৪৫ দিনের মধ্যে পণ্য দেওয়ার কথা ছিল। কিন্তু তারা তাদের শর্ত ভঙ্গ করে।
পরবর্তীতে আসামিরা তাদের পণ্য দিতে না পেরে বাদীকে ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক পাঠায়। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ফেরত দেয়। পরে টাকা পরিশোধের জন্য আসামিদের কাছে আইনি নোটিশ দিলেও তারা কোন টাকা ফেরত দেয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন