শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আজ পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান আজ বৃহস্পতিবার ইসলামাবাদে যাবেন। সেখানে তিনি আফগান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বিশৃঙ্খলা নিরসনের লক্ষ্যে আলোচনা করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শেরম্যান ৬ অক্টোবর নয়াদিল্লিতে ধারাবাহিক দ্বিপাক্ষিক বৈঠক, নাগরিক সমাজের অনুষ্ঠান এবং ইন্ডিয়া আইডিয়াস সামিটে উপস্থিত থাকবেন। ৭ অক্টোবর তিনি ব্যবসায়িক ইস্যুতে এবং সুশীল সমাজের সাথে আলোচনার জন্য মুম্বাই যাবেন। বিভাগীয় মুখপাত্রের কার্যালয় থেকে জারি করা একটি মিডিয়া নোটে বলা হয়েছে, ‘উপ-সচিব শেরম্যান ৭ থেকে ৮ অক্টোবর ইসলামাবাদে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তার সফর শেষ করবেন।’

ওয়াশিংটনের অন্যান্য কূটনৈতিক সূত্র উল্লেখ করেছে যে এটি একটি গুরুত্বপূর্ণ এবং ‘বাইডেন প্রশাসনের অধীনে এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের মার্কিন সফর’ হবে। শেরম্যান স্টেট সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের পর স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠতম কর্মকর্তা। ইসলামাবাদ কেন এটিকে একটি গুরুত্বপূর্ণ সফর হিসেবে দেখছে তা ব্যাখ্যা করতে বললে একজন সিনিয়র কূটনৈতিক সূত্র বলেন, ‘আফগানিস্তানের প্রেক্ষাপটে এবং বৃহত্তর অঞ্চলের উন্নতি উভয় ক্ষেত্রেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এই সফর হচ্ছে।’

সূত্রটি উল্লেখ করেছে যে বাইডেন প্রশাসন ‘ভারত এবং পাকিস্তান উভয় দেশ একসাথে ভ্রমণ করতে অনিচ্ছুক বলে মনে হয় না, যা অতীতে ছিল।’ পাকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত আসাদ মাজিদ খান ডনকে বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সফর, এবং আমরা উপসচিব শেরম্যানের সাথে যোগাযোগের অপেক্ষায় আছি।’ তিনি বলেন, ‘একসাথে, আমরা পারস্পরিক স্বার্থ এবং উদ্বেগের ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার এবং প্রসারিত করার উপায়গুলো অনুসন্ধান করব।’

ওই সূত্র অনুসারে, বাইডেন প্রশাসন পাকিস্তানের সঙ্গে আলোচনায় চারটি প্রধান বিষয়, কাবুলে তালেবান সরকারের স্বীকৃতি, আফগানিস্তানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আফগানিস্তানে প্রবেশাধিকার এবং সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতার ওপর গুরুত্ব দিচ্ছে। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র চায় না পাকিস্তান তালেবান শাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাকিদের আগে স্বীকৃতি দিক। পরিবর্তে, এটি চায় পাকিস্তান বিতর্কিত বিষয়গুলোতে তালেবানদের অবস্থান নরম করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখুক, যেমন অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকার, মেয়েদের শিক্ষা এবং মহিলাদের কাজ করার অনুমতি দেয়া।

আমেরিকানরা বিশ্বাস করে যে এই বিষয়গুলোতে অবস্থানের পরিবর্তন তালেবানদের ইমেজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জাতিসংঘে তাদের গ্রহণের পথ সুগম করতে পারে। পাকিস্তানের মতো স্বতন্ত্র দেশগুলোর উচিত ততক্ষণ পর্যন্ত তাদের স্বীকৃতি বিলম্বিত করা। সূত্র : ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন