শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু স্কলারশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুরানা আজিজের যুক্তরাষ্ট্রে গমন

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

বঙ্গবন্ধু স্কলারশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জুরানা আজিজ গত ১০ সেপ্টেম্বর উচ্চশিক্ষা (পি.এইচ.ডি) অর্জনের উদ্দেশে যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি ২০১০ সালের ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ইংরেজী ভাষা বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সহকারী অধ্যাপক এবং সম্প্রতি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত হন। জুরানা আজিজ যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইউনিভার্সিটিতে পি.এইচ.ডি প্রোগ্রামে মাল্টি লিংগুয়াল এডুকেশন এবং গ্লোবাল ভাষা শিক্ষা বিষয়ে গবেষণা করবেন। জুরানা শিক্ষা জীবনে অর্জন করেছেন অনেক কৃতিত্বের রেকর্ড। তিনি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ১৯৯৮ এবং ২০০০ সালে যথাক্রমে এস.এস.সি এবং এইচ.এস.সিতে ঢাকা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ইংরেজীতে স্নাতক এবং স্নাতকোত্তর অর্জন করেন। জুরানা পৈত্রিক বাড়ি কাঁঠালিয়া উপজেলা শৌলজালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে। জুরানার ২ বোন ও ২ ভাই এবং তারা সবাই মেধাবী ও উচ্চশিক্ষিত। তার বড় বোন চিকিৎসক এবং অস্ট্রেলিয়ায় কর্মরত। ছোট দুই ভাইয়ের মধ্যে একজন কানাডায় উচ্চ শিক্ষা শেষে সেখানে কর্মরত এবং অন্যজন চার্টার্ড একাউন্টেন্ট, ইংল্যান্ডে কর্মরত। তার মা গৃহিনী এবং বাবা সৈয়দ আব্দুল আজিজ একজন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আনোয়ার ৭ অক্টোবর, ২০২১, ১:২৯ এএম says : 1
খুব ভালো সংবাদ। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন