রাজবাড়ীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে অভিযানের তৃতীয় দিনে ১২ জেলেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়। এ সময় পাংশায় আটক ৪ জন জেলেকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেকে ২ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন।
অন্যদিকে রাজবাড়ীর সদর উপজেলার আটক ৮ জন জেলেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিন করে জেল দেয়া হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, অভিযানের তৃতীয় দিন বুধবার (৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ইলিশ ধরার দায়ে সদরে ৮ ও পাংশায় ৪ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদসহ আনসার ভিডিপি, পুলিশ ও সংশ্লিষ্টরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন