শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তান ভারতকে হারালেই ‘ব্ল্যাঙ্ক চেক’!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

রমিজ রাজার কাছে সমীকরণটা এমন- আইসিসির তহবিলে সিংহভাগ অবদান ভারতীয় ক্রিকেটের। এদিকে পাকিস্তান ক্রিকেট অনেকাংশেই আইসিসির তহবিলের ওপর নির্ভরশীল। একদিন দেখা গেল, ভারত আর আইসিসিকে সাহায্য করছে না। তখন পাকিস্তান ক্রিকেটের কী হবে? পিসিবি তো অচল হয়ে পড়বে! পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান রমিজ রাজা তার বোর্ডকে আয়ে স্বয়ংসম্পূর্ণ করতে চান। সে কাজে তিনি এগিয়ে যেতে চান এই মুহূর্ত থেকেই।

আন্তপ্রাদেশিক সমন্বয়ের (আইপিসি) সিনেট স্থায়ী কমিটির সভায় রমিজ বলেন, আইসিসির টাকাপয়সা দেওয়ার ওপর নির্ভরশীল না হয়ে আয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়াটা এখন পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় প্রয়োজন, ‘আইসিসির তহবিলের ওপর নির্ভর করে ৫০ শতাংশ কাজ হয় পিসিবির। এদিকে আইসিসির তহবিলের ৯০ শতাংশ অর্থের জোগানদাতা ভারত। আমার ভয় হয়, ভারত আইসিসির তহবিলে অবদান রাখা বন্ধ করলে পিসিবি অচল হয়ে পড়তে পারে। কারণ, আইসিসির তহবিলে পিসিবির অবদান শ‚ন্য শতাংশ। আমি পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করতে চাই।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভালো করতে পারলে ক্রিকেটের বাজারেও হয়তো আয় বাড়বে পিসিবির। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্ব›দ্বী ভারতের মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। এ ম্যাচ সামনে রেখে পাকিস্তান ক্রিকেটের জন্য আশার কথা শোনালেন রমিজ রাজা, ‘এক বড় বিনিয়োগকারী আমাকে বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতকে হারাতে পারলে পিসিবির জন্য ব্ল্যাঙ্ক চেক (সই করা চেক, টাকার অঙ্ক নিজের মতো বসিয়ে নেওয়া যায়) তৈরি থাকবে।’
কিছুদিন আগে নিরাপত্তা-শঙ্কার অজুহাতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দলের পাকিস্তান সফর বাতিল করার পেছনেও আর্থিক কারণ দেখছেন পিসিবি চেয়ারম্যান। তার মতে, পিসিবির আর্থিক কাঠামো মজবুত থাকলে কোনো দলই পাকিস্তান সফর বাতিল করত না, ‘আমাদের ক্রিকেট অর্থনীতি শক্তিশালী হলে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো কোনো দল আমাদের ব্যবহার করে আবর্জনার পাত্রে ছুড়ে ফেলতে পারত না। সেরা ক্রিকেট দল ও সেরা ক্রিকেট অর্থনীতি- এ দুটোই মূল চ্যালেঞ্জ।’ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর কথাও বললেন রমিজ রাজা, ‘আমরা ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়িয়েছি। আমরা চাই, বছরে তারা অন্তত ৪০ লাখ রুপি আয় করুক। পিসিবি এ নিয়ে স্পনসরও খুঁজছে।’
গত মাসে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পান পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। এ পদে তার মেয়াদ তিন বছর। পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেটকে আর্থিকভাবে শক্তিশালী করার কথা বারবার বলছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Sariful Islam ৮ অক্টোবর, ২০২১, ৬:৫৬ এএম says : 0
৫ টা গরু আমিও দিবো, পাকিস্তান কে।
Total Reply(0)
Al Bakky Al myzan ৮ অক্টোবর, ২০২১, ৬:৫৬ এএম says : 0
· চেকটা দিবে কে? সৌদি আরব?
Total Reply(0)
বিমান ধর ৮ অক্টোবর, ২০২১, ৬:৫৭ এএম says : 1
এই চেকতো বাউন্স হবেই। সেই মামলা করব কই? আন্তর্জাতিক আদালতে? সেখানে যাওয়ার ভাড়া দিব কে?
Total Reply(0)
তানিম আশরাফ ৮ অক্টোবর, ২০২১, ৬:৫৯ এএম says : 4
আমার পক্ষ থেকেও পাকিস্তানের জন্য থাকবে অফুরন্ত ভালোবাসা।
Total Reply(0)
নোমান মাহমুদ ৮ অক্টোবর, ২০২১, ৬:৫৯ এএম says : 3
ভারতকের হারিয়ে শিক্ষা দেওয়া উচিত।
Total Reply(0)
aakash ৮ অক্টোবর, ২০২১, ১০:৪৭ এএম says : 0
ha ha .... hi hi .... ho ho ..... ki lojja ki lojja :) ..... ami bish khate chollam :)
Total Reply(0)
MD. ABDUR RAHIM ৮ অক্টোবর, ২০২১, ৩:২৬ পিএম says : 0
পাকিস্তান মুসলিম দেশ তাদের সিদ্ধান্ত খুবই ভালো
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন