শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

খুলনায় বাড়ছে পলিথিনের ব্যবহার

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

খুলনা জেলা উপজেলা ও নগরী আশেপাশে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বেড়েই চলছে। বাজার, শপিংমল থেকে শুরু করে গ্রামের ভেতর ছোট ছোট মুদি দোকানসহ বিভিন্ন কেনাকাটায় কোনভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না পলিথিনের ব্যবহারের। এতে জনস্বাস্থ্যসহ মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। মাটির উর্বরতা কমে যাচ্ছে ও ব্যাঘাত ঘটছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার, দূষিত হচ্ছে বায়ু প্রবাহ এবং সেইসঙ্গে ছড়াচ্ছে বিভিন্ন ক্ষতিকারক রোগ জীবাণু। অন্যদিকে সল্প পুঁজিতে বেশি মুনাফা লাভের জন্য কিছু অসাধু ব্যাবসায়ী জড়িয়ে পড়েছে পলিথিন বাণিজ্যে। মূলত এই পলিথিন কোথায় উৎপাদন করা হচ্ছে সেসব কারখানাগুলো চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পলিথিন মানবদেহের জন্য একটি মারাত্মক ক্ষতিকারক উপাদান। এছাড়াও অপচনশীল এ দ্রব্য নদীনালা পকুর ড্রেনের স্বাভাবিক পানির প্রবাহ গতিরোধ করে। এতে ফসলি জমি মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। পলিথিন ব্যবহার বন্ধে সচেতন হতে হবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানে যেতে হবে। তা নাহলে এই পলিথিন ব্যবহারে একসময়ে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।

তামিম হাসান, খুলনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন