বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

চট্টগ্রামে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে নগরীতে র‌্যালি ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। গতকাল বাদ জুমা আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম জেলা শাখা জমিয়তুল ফালাহ মসজিদ চত্বর থেকে র‌্যালি বের করে। র‌্যালিটি আলমাস, কাজির দেউড়ি, আসকার দীঘির পাড়, জামাল খান মোড় হয়ে শেষে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার মহানগর সভাপতি মুহাম্মদ বোরহান উদ্দিন মাইজভান্ডারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আন্জুমানের সাবেক সভাপতি মুহাম্মদ ইকবাল রিসালপুরী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, কাজী শহীদুল্লাহ।
উদ্বোধক ছিলেন মইনীয়া যুব ফোরামের উপদেষ্টা তৌহিদুল কাদের চৌধুরী। বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) নতুন কোনো আচার উৎসব নয়। যুগ যুগ ধরে দেশে দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়ে আসছে। প্রধান অতিথি মুহাম্মদ ইকবাল রিসালপুরী বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মানে মহানবীর (সা.) শুভাগমনের শোকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা। যা ইসলামসম্মত সেরা উত্তম আমল। সভাপতির বক্তব্যে বোরহান উদ্দিন বলেন, যারা ঈদে মিলাদুন্নবী (সা.) ও জশনে জুলুস পালনে বিরোধিতা করে তারা কৃতজ্ঞ উম্মত নয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য ও প্রিয়নবীর (সা.) শাফায়াতের ভাগিদার হতে পারি। সমাবেশে বক্তব্য রাখেন সামশুল আলম সান্জরি মাইজভান্ডারী, মাওলানা ইসমাইল সিরাজী, মাওলানা মো. নঈম উদ্দিন, মো. ফারুক মাইজভান্ডারী, জসিম উদ্দিন ভুঁইয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন