শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ থিয়েটার ৫২-এর প্রথম নাটক

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ বেইলী রোডস্থ মহিলা সমিতি থিয়েটার হলে মঞ্চায়ন হতে যাচ্ছে ‘থিয়েটার ৫২’ এর ১ম প্রযোজনা ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’। নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর। নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। নাটকটিতে অভিনয় করেছেন নূরে খোদা মাসুক সিদ্দিক, রবিন বসাক, সংগীতা চৌধুরী, শিবানী কর্মকার শিলু, রতন হক, মো. নজরুল ইসলাম, সন্ধ্যা হক, অনার্য অনিবার্ন, মিজানুর রহমান, আদিব মজলিশ খান, নুসরাত তুবা, হুমায়রা শারীকা, মো. আসাদুজ্জামান সরকার রিপন, রাকিবুল ইসলাম, মো. রাসেল, মো. জাহিদ, ফয়সাল প্রধান, মারজিয়া জাবীন তন্বী, শৈবাল চৌধুরী, অরিত্র মহলানবীশ, অন্তিক মহলানবীশ, আব্দুল্লাহ-আল-রুম্মান। নাটকের সেট ও লাইট ডিজাইন করেছেন, পলাশ হেনড্রি সেন। প্রপস ডিজাইন করেছেন, পলাশ হেনড্রি সেন ও রবিন বসাক। সংগীত পরিচালনা করেছেন এবিএসজেম। কণ্ঠ দিয়েছন চেতনা রহমান ভাষা, গোপী দেবনাথ, সুরভী রায়, মো. নজরুল ইসলাম, রতন হক ও জয়িতা মহলানবীশ। গানে সুর দিয়েছেন, রতন হক। পাহাড়ী সুর, কীর্তন এর সুর ও বিয়ের গীত সংগৃহিত। কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন, কামরুল হাসান ফেরদৌস, রবিন বসাক, নূরে খোদা মাসুক সিদ্দিক। পোশাক ডিজাইন করেছেন, আফছান আনোয়ার। প্রচ্ছদ ডিজাইন করেছেন, শাহীনুর রহমান। বাংলার মিথ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের মিথস্ক্রিয়া ঘটেছে এই নাটকে। নাটকটি একটি যুদ্ধ শিশুকে কেন্দ্র করে আবর্তিত হলেও এর প্রতিটি চরিত্রই এই বাংলার সাধারণ গ্রামীণ মানুষের প্রতিনিধিত্ব করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন