বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দুবলার চরে আবারও জাহাজ ডুবি, ১০ নাবিক উদ্ধার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ১২:১২ পিএম

এবার পাথর নিয়ে মোংলা বন্দরের দুবলার চরে ডুবে গেছে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে আরও একটি লাইটার জাহাজ। আজ শনিবার ভোর রাতে বন্দরের ওই এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এসময় ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে পশুর নদীতে সার নিয়ে এমভি দেশ বন্ধু নামে আরও একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ হাসানুজ্জামান বলেন, মোংলা বন্দরের বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এম ভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল এমভি বিউটি লোহাগড়া-২ লাইটার জাহাজ। পথে ভোররাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই জাহাজটি। এসময় খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে। পরে তাদেরকে অন্য একটি লাইটার জাহাজ ‘এমভি দেশ দিগন্ত’ এ উঠিয়ে দেয় কোস্টগার্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন