শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চলচিত্রে কঠিন সেন্সরশিপ জারি ইরানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ৪:২৩ পিএম

পিৎজা খাচ্ছেন কোনও মহিলা কিংবা কোনও পুরুষ চা পরিবেশন করছেন মহিলাদের— টেলিভিশনের কোনও শো কিংবা কোনও ফিল্মে যদি এই দৃশ্য দেখা যায়, তা হলে ততক্ষণাৎ সেটিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।

সম্প্রতি এই সেন্সরশিপ জারি করেছে ইরান সরকার। টেলিভিশনের অনুষ্ঠান নির্মাতা ও চিত্রপরিচালকদের সতর্ক করে দেয়া হয়েছে এ বিষয়ে। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, অফিসে কোনও মহিলাকে চা পরিবেশন করছেন কোনও পুরুষ অথবা মহিলাদের হাতে চামড়ার গ্লাভস, এ সব দৃশ্যও সম্প্রচার করা যাবে না। এখানেই শেষ নয়। দেশটির তথ্য ও সম্প্রচার দফতরের প্রধান আমির হোসেন শামশাদি আরও জানিয়েছেন, টিভি বা সিনেমার পর্দায় কোনও মহিলাকে লাল রঙের পানীয় খেতেও দেখানো যাবে না।

এমনকি স্যান্ডউইচ খাওয়াও নিষিদ্ধ। কোনও ঘরোয়া দৃশ্যে পুরুষ-নারীকে একসঙ্গে দেখানোতেও আপত্তি রয়েছে সরকারের। প্রশাসনের নজর এড়িয়ে যাতে এ ধরনের দৃশ্য দেখানো না হয়, তার জন্য প্রতিটি দৃশ্য সম্প্রচারের আগে মিলতে হবে সরকারি ছাড়পত্র। আইনের প্যাঁচ থেকে বাঁচতে ইরানের কিছু অনলাইন প্ল্যাটফর্ম নিজেরাই কড়াকড়ি শুরু করেছে। সূত্র: নিউজ ১৮।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন