বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ফেনী কলেজে মাঠ চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

ফেনী জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সরকারি কলেজ। দক্ষিণ-পূর্ব বাংলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এটি। এটি ফেনী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজের আয়তন ৯.২৫ একর। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার মাত্র এক বছর পর ১৯২২ সালে ফেনী কলেজ প্রতিষ্ঠিত হয় এবং একই বছরের ৮ আগস্ট বাংলা, ইংরেজি, আরবি, ফারসি, সংস্কৃত, গণিত, ইতিহাস ও যুক্তিবিদ্যা বিষয়ে ১৪৬ জন শিক্ষার্থী নিয়ে আই.এ ক্লাস চালু হয়। বর্তমানে ফেনী সরকারি কলেজে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শাখা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, ডিগ্রি ও মাস্টার্স কোর্সে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এই কলেজে বর্তমানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ২২ হাজার। বর্তমানে ১৫টি বিষয়ে অনার্স কোর্স, ১০টি বিষয়ে মাস্টার্স ১ম পর্ব (প্রিলিমিনারি) ও ৭টি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু রয়েছে। এত বৃহৎ প্রতিষ্ঠান হওয়ার পরও এই কলেজে নিজস্ব কোনো মাঠ নেই। শিক্ষার্থীরা খেলাধুলাসহ কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে করতে হয়। এই প্রতিষ্ঠানের নিজস্ব মাঠ না থাকাতে শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছা মতো কোনো কার্যক্রম ক্যাম্পাসে করতে পারে না। যদি কলেজে মাঠ থাকতো, তাহলে শিক্ষার্থীদের কলেজে নিয়মিত যাতায়াতের আগ্রহও বৃদ্ধি পেতো। অতএব, কতৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা করছি।

মাজহারুল ইসলাম শামীম,
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন