বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্যারিসে মারা গেলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

প্যারিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আবুলহাসান বানি-সদর। তিনি ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল দক্ষিণ-পূর্ব প্যারিসের স্যালপেট্রায়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন আবুলহাসান বানি-সদর। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তথ্যটি নিশ্চিত করে বানি-সদরের অফিসিয়াল ওয়েবসাইটে তার স্ত্রী ও সন্তানরা জানান, জীবিতকালে বনি-সদর ধর্মের নামে নতুন অত্যাচার ও নিপীড়নের মুখে স্বাধীনতা রক্ষা করেছিলেন। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পরের বছর ১৯৮০ সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বানি-সদর। কিন্তু ক্ষমতার লড়াইয়ে টিকতে না পেরে এর পরের বছরই তিনি ফ্রান্সে পালিয়ে যান। সেখানেই বাকি জীবন অতিবাহিত করেছেন। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন