বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ সুদানে বিদ্রোহী হামলায় নিহত ২১

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ সুদানে বিদ্রোহীদের হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সেন্ট্রাল ইকুয়েটরিয়াল রাজ্যে ট্রাকে করে যাওয়ার সময় এ হামলা চালানো হয়। গত সোমবার দেশটিতে কর্মরত জাতিসংঘ মিশন ও সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। দুই বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে চলতি বছরের প্রথম দিকে প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের বাহিনী শান্তি সমঝোতায় পৌঁছায়। কিন্তু গত জুলাইয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে কির ও মাচারের বাহিনী। দক্ষিণ সুদানের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুই পক্ষের এই সংঘর্ষ দেশকে আবারও গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। দক্ষিণ সুদানের সরকারের পক্ষ থেকে গত সোমবার বলা হয়েছে, শনিবার ২১ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া বিদ্রোহী বন্দুকধারীদের অতর্কিত হামলায় ২০ জন আহত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা জ্যাকব লেম চ্যান জানান, চারটি ট্রাকের ওপর হামলা চালানো হয়েছে। এগুলোর মধ্যে একটি ট্রাকে আগুন লেগে গেলে ভেতরে থাকা আরোহীরা দগ্ধ হয়ে মারা যায়। তবে রিক মাচারের দল এসপিএলএম-আইও সরকারের এ অভিযোগ অস্বীকার করেছে। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন