বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো দোহায়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ৯:৪৭ এএম

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো তালেবানের সাথে মুখোমুখি আলোচনায় বসলো মার্কিন কর্তৃপক্ষ। শনিবার কাতারের দোহায় হয় বৈঠক।
যুক্তরাষ্ট্রের দাবি, এই বৈঠকের সাথে তালেবানকে স্বীকৃতি দেয়ার কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদ, কাবুল থেকে মার্কিনিদের সরিয়ে নেয়া আর মানবিক সহায়তা ছিল মূল এজেন্ডা।
তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানান, ২০২০ সালের দোহা চুক্তির শর্ত মেনে চলার বিষয়ে একমত হয়েছে দু’পক্ষ। সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক মহলের সাথে সম্পর্ক জোরদার করতে চায় আফগানিস্তানের তত্ত¡াবধায়ক সরকার। তবে অভ্যন্তরীণ ইস্যুতে কারও নাক গলোনা চলবে না বলেও সতর্ক করেন। রোববারও চলবে মার্কিন-তালেবান বৈঠক।
তালেবান ক্ষমতা দখলের পর দেশটির সবচেয়ে বড় হামলার একদিন পর যুক্তরাষ্ট্রের মুখোমুখি হলো গোষ্ঠীটি। কুন্দুজের ওই আত্মঘাতী হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৫০ জনের। আহত শতাধিক।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন