মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

আমার শ্বশুরের ৬ জন মেয়ে। কোনো ছেলেসন্তান নাই। শ্বশুর পৈত্রিকসূত্রে শুধুমাত্র ঘরভিটার মালিক। তিনি সারাজীবন অনেক কষ্ট করে, নিজ চেষ্টায় ও যোগ্যতায় প্রায় ৬ বিঘা জমি ক্রয় করেছেন। উনার মৃত্যুর পর উক্ত সম্পদ যাতে ভাতিজারা না পায়, শুধুমাত্র মেয়েরা পায় সেজন্য তিনি তার স্ত্রীর নামে সম্পদ লিখে দিয়েছেন। তিনি কি ঠিক করেছেন?

মো. শাহিন-উল-আলম
ইমেইল থেকে

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ৭:০৫ পিএম

উত্তর : এক হিসাবে ঠিক করেছেন। কারণ, বাস্তব প্রয়োজনে এমন করা জায়েজ আছে। তবে, সাধারণ ক্ষেত্রে মৃত্যুর পর শরীয়ত অনুযায়ীই সম্পত্তি বণ্টন করা ফরজ হয়ে যায়। মৃত্যুর আগে মালিক নিজে বণ্টন করলে শরীয়ত অনুযায়ী করাই কর্তব্য। বিশেষক্ষেত্রে অন্য হিসাবে বণ্টন করে দান করে দেওয়া শরীয়তে অপছন্দনীয় হলেও জায়েজ রাখা হয়েছে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শওকত আকবর ১২ অক্টোবর, ২০২১, ১২:৩৯ পিএম says : 0
মৃত ব্যাক্তির কন্যারা যাত জমি প্রাপ্ত হয় ভাতিজার না পায়।সে জন্য স্ত্রীর নামে জমি লিখে দিয়েছন।তাতে কি সম্যক অংশ জমি কন্যারা প্রাপ্ত হবেন? ঐ স্ত্রী লোকান্তর হইলে কন্যাগন ৩/২ অংশের বেশী পাবে?অবশিষ্ট ভোগী স্ত্রীর ভাই বোন জমি প্রাপ্ত হইবেনা??
Total Reply(1)
১৪ অক্টোবর, ২০২১, ৯:১১ এএম says : 0

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন