শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

গণপরিবহনে সতর্কতা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

আমরা অনেক সময় বাসে বা বিভিন্ন গণপরিবহনে করে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকি। তবে বিভিন্ন সময় জেনে বুঝে কিংবা ভুলবশত বাসের জানালার বাইরে হাত বা মাথা বের করে রাখি, যা কোনভাবেই করা উচিত না। অনেকেই ভাবেন, বাসে উঠেছি জানালার বাইরে মাথা বের করে একটু বাইরের দৃশ্য দেখি। কিন্তু এটা আমাদের জন্য ডেকে আনতে পারে ভয়ংকর বিপদ, এমনকি হতে পারে মৃত্যু পর্যন্ত। সম্প্রতি ময়মনসিংহে চলন্ত বাসের জানালা দিয়ে বাইরে রাখায় ট্রাকের চাপায় হাত হারিয়েছেন বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সহকারী অধ্যাপক। অনেক সময় বাসের জানালায় মাথা রেখে ফোন কানে দিয়ে কথা বলি বা গান শুনি, যার কারণে অনেক সময় বাইরে থেকে ছিনতাইকারীর কবলে পড়তে হয়। আসলে আমরা সচেতন হবো কবে? তাই সময় থাকতে এমন অঘটন ঘটার আগেই সচেতন হোন।

সিনথিয়া সুমি
শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন