বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্র হতে দেবে না ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসারাইল। এ ঘটনায় দুজন নিহত এবং কমপক্ষে ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত নয়টার দিকে ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার টি-৪ বিমানঘাঁটিতে গিয়ে আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে ইসরাইল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে, সম্প্রতি ইহুদিবাদী দেশটি সিরিয়ায় অবস্থানরত ইরান ও হিজবুল্লাহ যোদ্ধাদের ঘাঁটি লক্ষ করে হামলা বাড়িয়ে দিয়েছে। সিরিয়ায় ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। খবর আরব নিউজের। অপরদিকে, ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ বলেছেন, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রই হতে দেবো না আমরা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এ মন্তব্য করেছেন ইহুদিবাদী দেশটির এ মন্ত্রী। খবর আরব নিউজের। আমিরাতে অনুষ্ঠিত দুবাই এক্সপো-২০২০ এর অনুষ্ঠানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাইফ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী আইলেদ সাকেদ। বুধবার সকালে তিনি ফিলিস্তিন নিয়ে তার সরকারের দৃষ্টিভঙ্গি আমিরাত সরকারের কাছে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোর বিরোধী। বিশেষ করে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিদ তাদের শাসনামলে কোনো ভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, গত বছর আরব দেশগুলোর সমালোচনা উপেক্ষা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইহুদিবাদী দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত। আরব নিউজ, জেরুজালেম পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন