মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সম্প্রীতির বাংলাদেশে সবার সমান অধিকার

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এড. আমিরুল আলম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোন কথা নেই। সকল ধর্মের মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। সম্প্রীতির এই দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। তাই আ.লীগ সরকার এই অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। গতকাল ১০ অক্টোবর বেলা ১১টায় শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপুজা ২০২১ উদযাপন উপলক্ষে জিআর চালের ডিও বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, প্রবীন আ.লীগ নেতা এম এ রশিদ আকন, ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মেজবা উদ্দিন খোকন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।
অনুষ্ঠানে এমপি আমিরুল আলম মিলন এ বছরে উপজেলার ২৪টি দুর্গাপুজা মণ্ডপের প্রতিটিতে সরকারি বরাদ্দের পাঁচশত কেজি করে চাল ও ব্যাক্তিগত অনুদানের অর্থসহ উপহার সামগ্রী বিতরণ করেন। পরে তিনি সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা আ. কাদের তালুকদারের কবর জিয়ারত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন