শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভুয়া পাঁচ মুক্তিযোদ্ধার সনদ বাতিল

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পাঁচ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তদন্তে ওই পাঁচ জনের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে কোনো গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ বা গ্রহণযোগ্য তথ্য না পাওয়ায় সনদ বাতিল করে গেজেট জারি করা হয়েছে।
গত ৪ অক্টোবর এ গেজেট জারি করা হয়। এর আগে ২০০২ সালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ পাঁচ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সুপারিশ করে। মুক্তিযোদ্ধার সনদ বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেনÑ মুন্সীগঞ্জ সদরের মধ্য কোর্টগাঁওয়ের মো. সাহাবউদ্দিন (পিতা মরহুম মফিজ উদ্দিন মোল্লা), চুয়াডাঙ্গা আলমডাঙ্গার দক্ষিণ গোবিন্দপুরের মিজানুর রহমান (পিতা মরহুম মহিউদ্দিন মোল্লা)। এছাড়া কিশোরগঞ্জ সদরের বত্রিশের (ইসলামপুর) মো. সাখাওয়াত হোসেন (পিতা মরহুম মৌলানা মো. হুসেন), ফরিদপুর সদরপুরের মোলামের ডাঙ্গীর আবদুল মালেক (পিতা মরহুম এম ডি আলম বেপারী) ও ঢাকার ধামরাই উপজেলা বড়নালাইয়ে মো. আবদুস সামাদের (পিতা হাজি মো. ইয়াছিন আলী) মুক্তিযোদ্ধার সনদও বাতিল করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন