শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্পেন, জার্মানির পাশে নাম লেখাতে পারল না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ১০:৫৪ এএম

বিশ্বকাপ বাছাইয়ে আজ কলম্বিয়ার বিপক্ষে ০-০ গোলে ড্র করেছে ব্রাজিল। এর মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে টানা নয়টি ম্যাচে জয় পাওয়ার পর প্রথমবারের মতো পয়েন্ট ভাগাভাগি করল সেলেসাওরা।

বিশ্বকাপ বাছাইয়ে আজ কলম্বিয়ার বিপক্ষে ড্র করার কারণে পুরনো একটি রেকর্ডে ভাগ বসাতে পারল না ব্রাজিল। সেটি হলো বিশ্বকাপ বাছাইয়ে টানা ১০টি ম্যাচে জয় তুলে নেয়া।

এর আগে ২০০৬ বিশ্বকাপে মেক্সিকো, ২০১০ বিশ্বকাপে স্পেন ও ২০১৪ বিশ্বকাপে জার্মানি টানা ১০টি ম্যাচে জয় পেয়েছিল। এখন আজ কলম্বিয়ার বিপক্ষে ড্র করায় ব্রাজিল মেক্সিকো, স্পেন ও জার্মানিরর পাশে নাম লেখাতে পারল না।

এবারের বিশ্বকাপ বাছাইয়ে টানা ১১টি ম্যাচে জয় তুলে নিয়ে ইতোমধ্যে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া।

এদিকে কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেও লাতিন আমেরিকায় ১০ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে ব্রাজিল।

অপরদিকে উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে। ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে গোল করেন লিওনেল মেসি, ডি পল ও লউতারো মার্টিনেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন