শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় নৌকা প্রতীক পেলেন যারা

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ৬:০৯ পিএম

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় দ্বিতীয় ধাপে ১৯টি ইউনিয়নের নির্বাচন আগামী ১১নভেম্বর। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭অক্টোবর। তফসিল ঘোষণার পর থেকে দলীয় প্রতীক নৌকা পেতে ১৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেন। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোববার দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।


ছাতক উপজেলার ১০টি ইউনিয়নে যারা নৌকার প্রতীক পেয়েছেন তাহা হলেন, ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল হেকিম, ছাতক সদর ইউনিয়নের নতূনমুখ রঞ্জন কুমার দাস, কালারুকা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অদুদ আলম, উত্তর খুরমা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল মছব্বির, চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, জাউয়াবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, দোলারবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সায়েস্তা মিয়া, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুন্দর আলী ও ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গয়াছ আহমদ। এখানে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে পরাজিত হয়েছিলেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের প্রার্থী সুন্দর আলী, জাউয়াবাজার ইউনিয়নে নুরুল ইসলাম ও চরমহল্লা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া। এসব প্রার্থীরাও এবার নৌকা প্রতীক পেয়েছেন।

এদিকে, দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছের মান্নারগাঁও ইউনিয়নের নতূনমুখ অসিত কুমার দাস, পান্ডারগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, দোহালিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, লক্ষ্মীপুর ইউনিয়নের নতূনমুখ আবদুল কাদির, বোগলাবাজার ইউনিয়নের মোহাম্মদ মিলন খান, সুরমা ইউনিয়নের নতুন মুখ এমএ হালিম বীরপ্রতীক, বাংলাবাজার ইউনিয়নের নতূনমুখ মানিক মিয়া, নরসিংপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের আবদুল হামিদ। গত নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে পরাজিত হয়েছিলেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের আবদুল হামিদ, বোগলাবাজার ইউনিয়নের মিলন খান ও পান্ডারগাঁও ইউনিয়নের আবদুল ওয়াহিদ। তারাও এবার নৌকা প্রতীক পেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন