মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইইউ’তে থাকতে পোল্যান্ডে লাখো মানুষের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২১, ৬:৩৮ পিএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য থাকার পক্ষে পোল্যান্ডে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন দেশটির লাখো মানুষ। স্থানীয় সময় রোববার তারা বিক্ষোভ দেখান। ফ্রান্স টুয়ান্টিফোরের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে এক লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন।

পোল্যান্ডের একটি আদালত গত বৃহস্পতিবার রুল জারি করে যে, ইইউ’র আইনের কিছু অংশ পোল্যান্ডের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আদালতের এ রুল পোল্যান্ডের জনমনে উদ্বেগ সৃষ্টি করে। তারা আশঙ্কা করেন, পোল্যান্ডের ক্ষমতাসীন সরকার চাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যেতে।

আদালতের এ রুলের সমালোচনা করেন পোল্যান্ডের রাজনীতিকরা। তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন সরকার দ্বারা প্রভাবিত পোল্যান্ডের বিচারিক কার্যক্রম।

২৭ দেশের সংগঠন ইউরোপীয় ইউনিয়ন থেকে ইতোমধ্যে বের হয়ে গেছে যুক্তরাজ্য। ব্রেক্সিটের মাধ্যমে যুক্তরাজ্য গণভোটের ডাক দেয়, যেখানে ব্রেক্সিট জয়ী হয়েছিল। একইভাবে পোল্যান্ডে আরেকটি ‘পোলেক্সিটে’র কথা বলছেন দেশটির স্বল্প সংখ্যক রাজনীতিক।

ফরাসী সংবাদমাধ্যমটি জানায়, পোল্যান্ডের ১০০টির বেশি শহরে এ বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কেবল রাজধানী ওয়ারশোতেই প্রায় ১ লাখ মানুষ ইইউ’তে থাকার পক্ষে বিক্ষোভ দেখান। এ সময় তাদের হাতে পোল্যান্ড ও ইইউ’র পতাকা দেখা গেছে। হাতে ফেস্টুনে লেখা ছিল, ‘আমরা থাকছি।’

পোল্যান্ডের প্রধান বিরোধী দলীয় নেতা ও ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রধান ডোনাল্ড টাস্ক বলেন, ক্ষমতাসীন ল এন্ড জাস্টিস (পিআইএস) পার্টিও নীতি ইউরোপে পোল্যান্ডের ভবিষ্যতকে বিপন্ন করছে। এই পিআইএসের কয়েকজন নেতাই পোলেক্সিটে’র পক্ষে কথা বলছেন।

ডোনাল্ড টাস্ক বলেন, ‘আমরা জানি তারা কেনো (ইইউ থেকে) বের হয়ে যেতে চাচ্ছে; যাতে তারা ইচ্ছেমতো গণতান্ত্রিক নিয়মনীতি লঙ্ঘন করতে পারেন।’ এ পরিস্থিতিতে পিআইএস জানিয়েছে, তারা পোলেক্সিট চাচ্ছেন না। সূত্র : ফ্রান্স টুয়ান্টিফোর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন