মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দশ টাকা কেজি দরের চাল ওজনে কম দেওয়ায় মণিরামপুরে আ’লীগ নেতা ডিলার শাহিনকে জরিমানা

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরের মণিরামপুরে দশ টাকা কেজি দরের চাল ওজনে কম দেওয়ায় শহিদুল ইসলাম শাহিন নামে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া যাদেরকে তিনি কম চাল দিয়েছেন তাদের প্রাপ্য চাল দিয়ে দেওয়ার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। ওই ডিলার শাহীন মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম আদালত পরিচালনা করে ওই ডিলারকে জরিমানা করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার জালঝাড়া মোলাম মিয়ার বটতলা এলাকার ডিলার শাহিন সরকারের ১০ টাকা কেজি দরের চাল দেয়ার ক্ষেত্রে কার্ডপ্রতি ৪ কেজি করে চাল কম দিচ্ছিলেন বলে অভিযোগ আদালত অভিযোগ পায়। এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। আদালতের ম্যাজিস্ট্রেট ও মণিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, অভিযানকালে চাল বিক্রিতে অনিয়মের সত্যতা পাওয়া যায়। এজন্য শাহিনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন